Civil Engineering Viva (BREB)

BREB REAL VIVA EXPERIENCE



পদ: সহকারী প্রকৌশলী
বোর্ড: সদস্য (প্রকৌশল)


ফরমালি রুমে ঢুকলাম। চেয়ারম্যান আমার নাম ও জেলার নাম জানতে চাইলো। উত্তর দিলাম ।


চেয়ারম্যান স্যার: Fine & Coarse Sand এর FM কত ?
আমি: Fine এর FM 2.2 - 2.6 & Coarse এর FM 2.9 - 3.2 ।

চেয়ারম্যান স্যার: Heavy Loaded Column এর Concrete Mix Ratio কত ?
আমি: 1:1:2 ।

চেয়ারম্যান স্যার: তাহলে Normal Concrete এর কত ?
আমি: 1:2:4 ।

Beam Related একটা Question ছিল উত্তর দিতে পারি নাই , Question টা মনে নাই ।

পরীক্ষক: NAM প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করে কত জন ?
আমি: 5 জন ।

5 জনের নাম শুনতে চাইলেন।
আমিও বলতে লাগলাম-
1. মিশরের জামাল আবদেল নাসের
2. ইন্দোনেশিয়ার আহমেদ সুকরন
3. ভারতের জওহরলাল নেহরু
4. যুগোস্লাভিয়ার টিটো
5. ঘানার নক্রমা ।

পরীক্ষক: BREB কত সালে প্রতিষ্ঠিত হয় ?
আমি উত্তর দিলাম 1977 সালে ।

ধন্যবাদ পেলাম । ফরমালি রুম থেকে বের হলাম ।
Candidate: Ename Kabir Sarker

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.