Civil Engineering Real Viva (HED)

Real Viva Experience

 

Recruitment: Health Engineering Department (HED)

Taken by: BPSC




Viva # 01: (AE)

 Candidate: Ename Kabir Sarker

বোর্ড - আব্দুল জব্বার স্যার। সালাম দিয়ে রুমে ঢুকলাম। বসতে বললো, বসলাম।

চেয়ারম্যান: এনাম সাহেব আপনিতো রুয়েট থেকে পড়াশুনা শেষ করেছেন?
: জি স্যার ।

চেয়ারম্যান: Simple support Beam এর SFD BMD draw করতে দিলেন।
: আমিও draw করলাম ।

প্রথম পরীক্ষক: Bitumen এর কি কি test আছে?
: আমি বললাম
- Flash & Fire point test
- Viscosity test
- S.G test
- Stability test
- Penetration test
- Loss on heating test

প্রথম পরীক্ষক: Sand এ লবন কিভাবে পরীক্ষা করবেন?
: আমি আমতা আমতা করে কি যে বলেছিলাম এখন মনে নেই।

দ্বিতীয় পরীক্ষক: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
: আমি বললাম তাজউদ্দীন আহম্মদ।

দ্বিতীয় পরীক্ষক: জাতিসংঘের মূল সংস্থা কয়টি ও কি কি?
: আমি বললাম 6 টি
1. সাধারণ পরিষদ
2. নিরাপত্তা পরিষদ
3. অছি পরিষদ
4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
5. সচিবালয়
6. আন্তর্জাতিক আদালত।

চেয়ারম্যান: ok, ধন্যবাদ।
আমিও সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম।



Viva # 02: (SAE)

 Candidate: Abdur Razzak

বোর্ড আনোয়ারা মাডাম (২ জন এক্সটারনাল)। মার্চ, ২০১। অনুমতি নিয়ে প্রবেশ করলাম।

১. কি করেন?

২. মার্চ মাস কেন বিখ্যাত?

৩. ২৫ মার্চ রাতে কি হয়েছিল?

৪. স্বাধীনতার ঘোষনা বলুন,

৫. নওগাঁ কবে জেলা হয়?

৬. ঐ সময় সরকার কে ছিলেন?

৭. নওগাঁর বিখ্যাত একজন ব্যাক্তির নাম?

৮. তিনি কেন বিখ্যাত?

(এতক্ষন মাডাম এর সবগুলি প্রশ্নের উত্তর দিলাম তিনি খুব খুশি হয়ে ওয়াসরুমে গেলেন তখন ২ জন শুরু করলেন পুরকৌশল সম্পর্কে।)

৯. আচ্ছা এই রুমের যেখানে জানালা আছে সেখানে লোড ট্রান্সফার হয় কেমনে?

১০. বিভিন্ন পুরাতন বিল্ডিং এ অার্চ গুলোর নিচে ফাকা জায়গায় লোড ট্রান্সফার হয় কিভাবে?

১১. মাটি কয় ধরনের? কোন মাটির কোহেসন বেশি?



Viva # 03: (SAE)

Candidate: মো. ইকবাল হোসেন (Duration: 18 Minutes)

আমি: আসতে পারি স্যার?
বোর্ড: জি আসো।

আমি: সালাম দিলাম।
বোর্ড: প্লিজ বসো।
আমি: ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান: ১ মিনিটে তোমার সম্পর্কে বল (ইংরেজিতে।
আমি: বললাম।

এক্সটার্নাল ১: কি করছো?
আমি: স্যার একটা সিমেন্ট কোম্পানিতে টেকনিক্যাল সাপোর্টে কাজ করছি।

এ-১: কোন সিমেন্ট?
আমি: সেভেন হর্স সিমেন্ট স্যার।

চেয়ারম্যান: এটার ফ্যাক্টরি কোথায়?
আমি: সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ স্যার।

চেয়ারম্যান: আচ্ছা কালি গঞ্জে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে ওইটার খবর কি?
আমি: সরি স্যার জানিনা।

এ-১: আচ্ছা কার্যক্ষেত্রে সিমেন্টের কি কি পরীক্ষা করা হয়?
আমি: বললাম।

এ-১: আপনাদের সিমেন্টের সেটিং টাইম কত?
আমি: বললাম।

এ-১: সিমেন্টের মুল উপাদান কি?
আমি: বললাম।

এ-১: অন্যান্য উপাদান গুলো কি কি?
আমি: বললাম।

এ-১: সিমেন্টে জিপসাম কেন দেয়া হয়?
আমি: বললাম।

এ-১: সিমেন্ট তাড়াতাড়ি জমলে সমস্যা কি?
আমি: বললাম।

এ-১: বীমের ক্লিয়ার কভার কত?
আমি: বললাম।

এ-১: কলাম ও গ্রেড বীমের কভারিং কত?
আমি: বললাম।

এ-১: কলাম মাটির নিচে হলে কভারিং কত?
আমি: বললাম।

এ-১: কভারিং না দিলে কি ক্ষতি হবে?
আমি: বললাম।

এ-১: আচ্ছা ছাদের সাটারিং কতদিন পর খুলতে হয়?
আমি: বললাম।

এ-১: বিমের সাটারিং কতদিন পর খুলতে হয়?
আমি: বলছি কিন্তু একটু এলোমেলো হয়েছে।

এ-১: ঢালাইয়ের পর কিউরিং কখন করতে হয় (সর্বনিম্ন ও সর্বোচ্চ সময়) বল।
আমি: বললাম।

এ-১: ১০০ সিএফটি ঢালাই এ কি পরিমাণ মালামাল লাগে?
আমি: বললাম।

এ-১: ১০০ সিএফটি গাথুনীর কাজে কি পরিমান ইট লাগে?
আমি: প্রথমে পারিনাই। পরে পেরেছি।

এক্সটারনাল ২: বাংলাদেশের প্রবাল দীপ কোনটি?
আমি: কমন প্রশ্ন কিন্তু মনে ছিলনা। পারি নাই।

এ-২: বাংলাদেশের সিমান্ত রক্ষী বাহিনীর নাম কি?
আমি: বললাম।

এ-২: এটার পুর্ব নাম কি ছিল?
আমি: বললাম।

এ-২: এটার নাম পরিবর্তন করা হয় কখন?
আমি: বললাম।

এ-২: বাংলাদেশে কোন দুইজন নারী এভারেষ্ট জয় করেছে?
আমি: একজনের নাম বলতে পারছি আর একজনের নাম মনে ছিলনা।

এ-২: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার কে?
আমি: ম্যাম পংকজ শরন।

এ-২: উনি সাবেক। বর্তমান কে?
আমি: সরি ম্যাম মনে করতে পারছি না।

এ-২: যুক্তরাষ্ট্রের হাইকমিশনার কে?
আমি: বললাম।

এ-২: নিউটনের গতির ১ম সুত্র বল।
আমি: ৩য় সুত্র বলে ফেলেছি।

ম্যাম: এটা কোন সুত্র?
আমি: ৩য় সুত্র ম্যাম।

ম্যাম: ১ম টা বল।
আমি: সরি ম্যাম মনে করতে পারছি না।

ম্যাম: ২য় সুত্র অনুযায়ী গাণিতিক ফর্মূলা বল।
আমি: বললাম।

ম্যাম: বাংলাদেশে কতজন মানুষের জন্য একজন করে ডাক্তার?
আমি: সরি ম্যাম জানিনা।

ম্যাম: আনুমানিক বল।
আমি: বললাম। (কিন্তু হয় নাই)

চেয়ারম্যান: তোমার জেলার কয়জন বিখ্যাত ব্যাক্তির নাম বল।
আমি: তিন জনার নাম বললাম।

চে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর নাম বল।
আমি: বললাম।

চে: তোমাদের এমপি মাহাবুবারা বেগম গিনি এমপি ড. ওয়াজেদ মিয়ার কে হন?
আমি: প্রথমে ভুল করছিলাম। পরে ঠিক করে বলেছি।

চে: সিরাজগঞ্জের এক মহিলা কিছুদিন আগে সোনালি ব্যাংকের টাকা চুরি করেছিল। তার নাম কি?
আমি: সরি স্যার জানি না।

চে: তোমার এলাকার মানুষ রাস্তা, গাছ কেটে রাখে কেন? (রাজনৈতিক প্রশ্ন)।
আমি: রাজনৈতিক ভাবেই উত্তর দিয়েছি।

চে: বিয়ে করেছো?
আমি: না স্যার।

চে: কেন গাইবান্ধায় কি মেয়ে নাই?
আমি: আছে স্যার। করব স্যার।

চে: ঠিক আছে এবার আসো তুমি।
আমি: ধন্যবাদ স্যার।



Viva # 04: (SAE)

Candidate: মো: মাহফুজ হোসেন (২৩/০৪/২০১৭)

বোর্ড: আনোয়ারা মেডাম। বোর্ড সদস্য: আনোয়ারা মেডাম ও দুই জন এক্সটারনাল

মেডাম: নাম কি বাড়ি কোথায়?
আমি: বললাম।

মেডাম: কি করি?
আমি: আমি বললাম অামি একটা কিন্ডার গার্ডেন স্কুলে এ পড়াই।

মেডাম: স্কুলের নাম কি?
আমি; আউচপাড়া মডেল স্কুল।

মেডাম: এটা কোথায়?
আমি: টঙ্গী।

মেডাম: তুমি যেটায় পড়াও সেটা কি প্রাইমারি স্কুল? কোন ক্লাস পর্যন্ত পড়ায়? কোন বিষয় পড়ায়?
আমি: বললাম না প্রাইমারি না। (মেডাম সাথে সাথে আবার জিজ্ঞেস করল প্রাইমারি না। পরে বললাম জি মেডাম এটা প্রাইমারি স্কুল। কেজি স্কুল ও যে প্রাইমারি স্কুল আমার প্রথমে খেয়াল ছিল না।)

মেডাম: টঙ্গীতে কেন কিভাবে আসলা?
আমি: বললাম আমার এক ভাই থাকে তার কাছে উঠেছিলাম সেখানে থেকে চাকরির জন্য চেষ্টা করছিলাম।

মেডাম: তোমার ভাই কি করে? কি পাস ? এখন কোথায় থাকে।
আমি: বললাম মেডাম সেটা আমার চাচাত ভাই। তারপড় চাচাত ভাই সম্পর্কে আরও কিছু প্রশ্ন করল।

মেডাম: আগে কোন কোম্পানি তে চাকরি করেছি কিনা? কোথায়?
আমি: আমি বললাম আমি আগে একটা ডেভোলাপার কোম্পানিতে চাকরি করেছি।

মেডাম: নাম কি? কোথায় অবস্থিত?
আমি: বললাম।

মেডাম: একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে তোমার দ্বায়িত্ব কি ছিল?
আমি: আমি আমার মত করে বললাম । সাথে বললাম যে ড্রয়িং অনুযায়ী কাজ করানো ও মিস্ত্রিদেরকে বুঝানো।

মেডাম: আচ্ছা আমরা যদি ড্রয়িং অনুযায়ী কাজ না করি তবে কি হবে?
আমি: বিভিন্ন জিনিস গুছিয়ে বললাম।

মেডাম: যদি কেও ড্রয়িং অনুসারে কাজ না করে তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে?
আমি: বিভিন্ন শাস্তির কথা বললাম।

মেডাম: কোন ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে?
আমি: আমার মত করে বলালম।(মূল কথা কাজের আদর্শ মান বজায় রাখার জন্য)

মেডাম: বাবা কি করে?
আমি: বললাম বাবা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড।

মেডাম; তুমি মাদ্রাসায় পড়েছো?
আমি: না মেডাম।

মেডাম: তোমার ভাইরা পড়েছে? কয় ভাই বোন তোমরা?
আমি: আমি বললাম আমার মেঝো ভাই পড়েছে। আমরা তিন ভাই।

মেডাম: ভাই বোনেরা কোথায় কি করে ডিটেইলস জানতে চাইলেন।
আমি: বললাম।

মেডাম এবার এক্সটার্নাল কে প্রশ্ন করতে বললেন।

এক্সটার্নাল-১: ৬০ গ্রেড রড কি?
আমি: যে রড এর সর্বনিন্ম ইল্ড স্ট্রেন্থ ৬০০০০ পিএসআই তাকেই ৬০ গ্রেড রড বলে।

এক্সটার্নাল-১: ৩০০০ psi কংক্রিট কি?
আমি: যে কংক্রিট নিরাপদে প্রতি স্কয়ার ইঞ্চিতে ৩০০০ psi চাপ নিতে পারে তাকেই ৩০০০ psi কংক্রিট বলে।

এক্সটার্নাল-১: কলামের নূন্যতম সাইজ কত?
আমি: বললাম ২০ সে.মি

এক্সটার্নাল-১: এটার সাইজ ফুট কত হবে?
আমি: তখন কনর্ভাট করে বলতে পারিনি।

মেডাম: দুটি কলামের মাঝখানের দূরত্ব কত?
আমি: বললাম এটা নির্ভর করে কাঠামোর উপর। তখন ইন্ট্রাকটর স্যার মেডাম কে বললেন যে এটা বলা যাবেনা এটি ডিজাইনের উপর নির্ভর করে।

মেডাম: বীমে যে রড ব্যবহার করা হয় তার সাইজ কত?
আমি: বললাম ৫ সুতা থেকে শুরু।

মেডাম: ৫ সুতা মানে কত মিমি?
আমি: ১৬ মি.মি.

তারপর মেডাম এক্সটার্নাল-২ কে বললেন কোন প্রশ্ন করবেন কিনা।

এক্সর্টানাল-২: আমাকে বলল তোমার শার্ট টি আমার পছন্দ হয়েছে। তোমার শার্ট টি সুন্দর । বলত তোমার শার্টের ডিজাইনের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কি সম্পর্ক?
আমি: আমি লক্ষ করে দেখি আমার শার্ট টি সাদা ও গোলাপী ব্লক দ্বারা ডিজাইন করা । আমি বললাম সার টাইলস যেমন একটার সাথে আরেকটি একসাথে করে ডিজাইন করে সে রকম। আবার ইট যেমন একটার সাথে আরেটা মিলেয়ে বন্ড তৈরি করে সে রকম।

(স্যার মনে হয় খুশি হলেন। ভাইবার সময় আমাকে দেখছিলেন। হাসি খুসি ছিলেন)

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.