Saturday, April 28, 2018

Useful Websites that Change Your Life

চলুন কিছু সাইটের সাথে পরিচয় করিয়ে দেই যে সাইটগুলো হয়তো আপনার জীবনের স্টাইল বদলে দিতে পারে। আমরা সবাই শিখতে ভালোবাসি কিন্তু কাজ করতে পারি না। কেউ টাকার জন্য কোথাও গিয়ে শিখতে পারি না, আবার কেউ বাসা থেকে বের হয়ে গিয়ে শিখতে পারি না।
ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান? এখন আপনি একটি যায়গায় কোর্স শিখতে কথা বললেন, তারা দাম বললো ২৬ হাজার। তখন আপনার শিখার ইচ্ছা কোথায় যাবে? অথচ আপনি কি জানেন? গ্রাফিক্স এর এক নাম্বার প্রতিষ্ঠান এডোবি আপনার জন্য তাদের সফটওয়্যার কোর্স গুলা ফ্রিতে রেখে দিয়েছে। কখনো ডুকে দেখছেন?


এডোবি তাদের সাইটে বিশ্বের সেরা সেরা টপিক্স এর উপর হাই ক্লাস কোর্স করে রেখেছে, অবশ্যই ফ্রী। ই যেমন Adobe Photoshop CC: Your Complete Beginner's Guide নিয়ে তাদের একটি কোর্স আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্স করলে আপনি আর ফটোশপ শিখার জন্য কখনো কাউকে প্রশ্ন করবেন না, এরপর শুধু উত্তর দিবেন। তো Adobe Photoshop CC: Your Complete Beginner's Guide কোর্সটি শুরু করুন এই লিংক হতেঃ https://www.adobeknowhow.com/courselanding/adobe-photoshop-cc-your-complete-beginner-s-guide

অনলি কি একটি কোর্স ? আরে না! এডোবি তাদের সাইটে সব বিষয়ে কোর্স রেখেছে। যেমন আপনি চাচ্ছেন ANDROID এপস তৈরি করতে ! কিন্তু কিভাবে? সমস্যা নাই এডোবি আপনার জন্য Learn Android Basics কোর্সটি ফ্রি করে দিয়েছে। তো https://www.adobeknowhow.com/courselanding/learn-basics-android-one-hour এই লিংক হতে করে ফেলুন এই কোর্স।

আরো আছে লাইটরুম, এইচটিএমএল প্রোগ্রামিং সহ অনেক টপিক নিয়ে অনেক কোর্স। সাইটে ভিজিট করে ফ্রী কোর্স গুলা করেই ফেলুন https://www.adobeknowhow.com/category/Free এই লিংক হতে।

আপনি নিজেকে একজন প্রোগ্রামার হিসাবে দেখতে চান? আপনি কোন এপস তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চান? তাহলে ফলো করতে পারেন কোড সাইটটি-
লিংক: https://code.org/learn

একবার https://www.gcflearnfree.org/computerbasics/ সাইটির ভিতর ঢুকে ২০ মিনিট সময় দিয়ে দেখে আসুন। আশা করি অনেক ভাল লাগবে।

এখন ভাষা শিখার জন্য একসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। ৪/৫ টা দেশের ভাষা জানা মানুষগুলাকে কিছু কোম্পানি বাসায় এসে জব দেয়। তো https://www.duolingo.com/ এই সাইটের সাথে শিখে ফেলুন কিছু দেশে ভাষা । আপনি জার্মান , ইতালিয়ান , রাশিয়ান সহ বিশ্বের যে কোন ভাষা শিখতে পারবেন। অনেক সুন্দর ভাবে । আপনি নিজে ভালো ইংলিশ বলতে পারেন, এখন আপনার কাছে মনে হয় আপনার গ্রামারটিকেলে ভুল হয় কিছু, আপনার ইংলিশ পরিক্ষা করবে এই সাইট-


প্রতিদিন সময় করে এই সাইটগুলোর ২ টি পোষ্ট পড়তে পারলে ফ্রেন্ডরা আপনার কাছ থেকে হেল্প নিবে সবসময়।

নিজে নিজে বিশ্বের সেরা সেরা রান্না গুলো শিখতে চান?
http://www.jamieshomecookingskills.com/index.php ঘুরে আসতে পারেন এই লিংক হতে।


Friday, April 27, 2018

How to Block Porn Sites


আমরা অনেকেই পর্ণগ্রাফিক সাইট থেকে আমাদের পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে চাই। আমরা যারা একসময় এডিক্টেড ছিলাম তারা এই পর্নোগ্রাফির কুফল সম্পর্কে ভাল করেই জানি। 


অনেক পরিবারে ছোট ছেলেমেয়েরা কম বয়সেই পর্ন এডিক্টেড হয়ে যায় এবং তাদের শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবারের সদস্যদেরকে এই পর্নোগ্রাফি থেকে মুক্ত রাখতে ছোট্ট একটা সিস্টেম কাজে লাগালেই হয়ে যাবে। 

আমাদের যাদের বাসায় রাউটার আছে তারা নিজেদেরকে k9 সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে 99.99% নিরাপদ রাখতে পারলেও বাকি সদস্যদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। এক্ষেত্রে রাউটারের সেটআপ এ সামান্য একটা পরিবর্তন করে নিলেই ঐ রাউটারের সাথে যুক্ত কেউই মোবাইল বা কম্পিউটার থেকে কোন ধরণের পর্ণগ্রাফিক সাইট এ প্রবেশ করতে পারবে না।
Step 1: Type 192.168.0.1 in your address bar.

Step 2: এখানে যাওয়ার পর দুইটা ঘর আসবে। একটা User Name এবং অন্যটা Password দেয়ার ঘর।

Type admin in User Name and again Type admin in Password.

Step 3: Go to DHCP Settings.

Step 4: In Primary DNS: Type 208.67.222.123

            In Secondary DNS: Type 208.67.220.123

Step 5: Save your settings.

Step 6: Reboot your router.

Finally you can block all the porn sites.


Tuesday, April 17, 2018

New Job Circular April 2018

17.04.2018:


    (Applicable for both Technical & General Candidates)



01. Bangladesh Inland Water Transport Authority (BIWTA)

Number of Posts: 107 (CE: 04)
Circular: Click here
Application Start: 15/04/2018
Application Deadline: 30/04/2018
Application Fee: BDT. 320, 215/- (Dutch Bangla Mobile Banking - Rocket)
Application Link: Click here